বিজয়ের উল্লাস কত প্রাণ ঝরে গেল? একটি বিজয়ের জন্য কত মা বোন হারালো সম্ভ্রম? করতে লাল সবুজ অনন্য কত হাজার হাজার ঘর হয়েছে খালি? একটি পতাকার জন্য কত রাত দিন নির্ঘুম কেটেছে? ওরা বিসর্জন দিতে হয়নিকো কার্পণ্য নয় মাস যুদ্ধের পরে এসেছে অর্জন বিজয়ে বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়েছে নব জন্ম নেয়া বাংলাদেশে সেই বিজয়ের হাত […]