Tag Archives: Imagination

কল্পনায় মেখেছি

আমি কল্পনায় মেখেছি সমুদ্রের উত্তালে দুচোখ ভাসিয়ে রোদ্দুরে শুয়ে শুয়ে সূর্যস্নান নেয়া আমি কল্পনায় মেখেছি প্রচন্ড বারিধারায় উঠোনে ভিজে ভিজে শুনবো শালিক পাখিদের সুরে সুরে গান গাওয়া আমি কল্পনায় মেখেছি বসন্তের রঙে রাঙাবো প্রিয় গ্রাম যেথায় মিশে থাকবে বাসন্তী ফুলের ঘ্রান আমি কল্পনায় মেখেছি কুয়াশা পড়া ভোরের শিশিরে শীতের পিঠা খেতে খেতে জড়িয়ে থাকবে মায়ের […]